![]() |
Kfc night |
উপকরণ
=বেষ্ট চিকেন -- ৫০০ গ্রাম
=কালো গুল মরিচ গুঁড়া -- ১/২ চা চামচ
=লবন -- ১/৪ চা চামচ
=টেস্টিং সল্ট -- ১/৪ চা চামচ
=ডিম -- ২ টা
=ব্রেরডকাম -- ১ কাপ
=ভেজিটেবল অয়েল পরিমান মত ফ্রাই করার জন্য৷
নেগেট তৈরীর কাজ
=চিকেন লম্বা করে কাটুন সাধারণত আঙ্গুলের মত
=এবার একটা বাটিতে নিন কালো গুল মরিচ লবণ টেস্টিং সল্ট দিয়ে মিংস করে ১০-১৫ মিনিট রাখুন । কড়াইতে =তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করুন । ২ টা ডিম ভেঙ্গে বাটিতে নিয়ে মিংস করেন ।একপিছ মুরগি নিন ডিমে =ডুবিয়ে ব্ররেডকাম লাগিয়ে তেলে দিয়ে গুলডেন বরন করে ভাজুন ।
=এবং গরম গরম পরিবেশন করুন
আমাদরের youtube ভিডিও দেখুন ৷
No comments:
Post a Comment