![]() |
chicken Franks fatayer onlinebanglarecipe.bloggpot |
**হটড্রগ ফাতইয়ের বাচ্ছাদের প্রিয় একটা নাস্তা ,যে কোন টাইমে জটপট তৈরি করতে পারেন মজাধার রেসিপি ,এটা আরাবীয়ান একটা নাস্তা এববং সম্পুন নতুন নাস্তা চলুন আপনাদের বানিয়ে দেখাই ৷
উপকরন সমুহ,
ডোর তৈরি,
**ময়দা - ৪ কাপ,
**চিনি - ২ টেবিল চামচ,
**লবন - ১/২ চা চামচ,
**পানি - ১ কাপ,
**শুকনু ইস্ট - ২ চা চামচ,
**বেকিং পাউডার - ১/২ চা চামচ,
**ডিম - ১ টা
**মিল্ক পাউডার - ২ টেবিল চামচ,
**তেল - ৪ টেবিল চামচ,
**একটা বাটিতে হালকা গরম পানি লবন চিনি ইস্ট বেকিং পাউডার দিয়ে মি্স করে। ১০ মিনিট রাখুন ১০ মিনিট পর ২ কাপ ময়দা দিয়ে মি্স করে । মিল্ক পাউডার দিয়ে মি্স করে । বাকি ময়দা দিন মি্স করে তেল দিয়ে মি্স করে ।১০ মিনিট ঢাকনা দিয়ে রাখুন ।
![]() |
chicken Franks fatayer onlinebanglarecipe.bloggpot |
**১০ পিছ হটডগ কে ১০০ পিছ করে কেটে নিন । এবার ডোর কে ৪ ভাগ করে এক ভাগ নিন এবং পাতলা করে রোটি তৈরি করুন এবং রোটি কে এক আঙ্গুল সমান মোটা করে লম্বা করে কাটুন ।
**এবার এক পিছ হটডগ নিন ডোরের উপর দিয়ে এক সাইড থেকে বেলেন যে সাইড থেকে বেলা শুরু করেছেন সেই সাইড আসলে কেটে নিন ৷ একই ভাবে সব গুলো তৈরি করুন ৷
**একটা টের মধ্যে জুরার দিক নিচে দিয়া ২০০ডিগ্ররি তাপমতায় নিচের আগুনে ১০ মিনিট এবং উপরের আগুন দিয়ে কালার করে নিন ৷
এবং গরম গরম পরিবেশন করুন
![]() |
chicken Franks fatayer onlinebanglarecipe.bloggpot |
আমাদের youtube ভিডিও দেখুন ভুজতে সুবিদা হবে ৷